নারায়ণগঞ্জ জেলা শহরে শুরু হলো ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। শুক্রবার (১১ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ জেলা শহরের হাজীগঞ্জ এলাকায় বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। উদ্বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।”
নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।