× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারের দুর্বলতার কারণে দেশে বিশৃঙ্খলা দেখা দিয়েছে : এডভোকেট জাহাঙ্গীর হোসেন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৭:২৬ পিএম

ছবি : সংবাদ সারাবেলা।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, বর্তমানে দেশে অর্ন্তবর্তী সরকার দুর্বল হওয়ার কারণে, রাজনীতিতে বহুমুখী পরিবর্তন ও সামাজিকভাবে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা এবং অনিয়ম দেখা দিয়েছে। 

শনিবার (১২ জুলাই) বিকালে মৌলভীবাজার শহরের পৌর সম্মেলন কক্ষে দলটির জেলা শাখার ষান্মাসিক শুরা অধিবেশন যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷

৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী হত্যার ঘটনা প্রসঙ্গে এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, মানব সভ্যতার ইতিহাসে এর চেয়ে বিভৎস ও নারকীয় ঘটনা আর কিছু হতে পারে না। এ ঘটনায় দলের পক্ষে নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিচার চান তিনি।

খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম এর সঞ্চালনায় শুরা অধিবেশনে সংগঠনের মাঠ পর্যায়ের কাজের সার্বিক চিত্র ও মূল্যায়ন তুলে ধরে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল, যুক্তরাজ্যের লন্ডন সাউথ শাখা খেলাফত মজলিসের সভাপতি মুফতি তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ ও মাওলানা জয়নাল আবেদীন। 

অধিবেশনে খেলাফত মজলিসের জেলার সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের অধিকাংশ শুরা সদস্য সহ জেলার ৭ টি উপজেলার দ্বায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী অনুষ্ঠিত ওই শুরা অধিবেশনে জেলাব্যাপী সংগঠনের বিস্তৃতি ও গতিশীল করার লক্ষে আগামী ৬ মাসের সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই মধ্যে সিলেট বিভাগের ১৯ টি নির্বাচনী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে প্রার্থীতা ঘোষণা করা হয় গত শুক্রবার। অধিবেশনের মূল পর্বে এ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.