নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি শিশুর উপর যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নুরনবী যিনি স্থানীয় ফেন্সী হোটেলের কর্মচারী বলে জানা গেছে।
ঘটনাটি গতকাল(১১জুলাই)শুক্রবার বিকাল ৪টার দিকে শিশুটির ভাড়া বাসায় ঘটে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করলে আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্ত নুরনবীকে গ্রেফতার করে। এই বর্বরোচিত ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একটি উদ্বেগজনক বিষয় হলো, একটি লেবাসধারী সংগঠনের কিছু নেতা-কর্মীরা অভিযুক্ত নুরনবীকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ধরনের তৎপরতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় বাধা এবং সামাজিক অবক্ষয়ের পরিচায়ক বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এলাকাবাসী এই ঘটনাগুলো এই অঞ্চলে নারী ও শিশুর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছে।সকল স্তরের মানুষকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর আহ্বান জানাচ্ছে।