× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় রাস্তার পাশ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৮:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১২জুলাই) সকালের দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ইমতিয়াজ ওরফে রিয়াজ বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের পুত্র বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলাকাটা ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হলে তারা নিহত যুবকের পরিচয় সনাক্ত করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, ধারণা করা হচ্ছে রাতেই গতকাল খুনের ঘটনা ঘটেছে। তার শরীরের মধ্যে শুধুমাত্র গলায় কাটা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.