বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন।গত শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফেনীর বন্যাদুর্গত এলাকা পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া ওই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কয়েক দিনের বন্যার পানি শুকিয়ে গেলে খাবার রান্না করতে রোকেয়া রান্না ঘরে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে রান্না করার সময় ঘরের গর্ত থেকে একটি বিষধর সাপ বের হয়ে তার পায়ে দংশন করে। চিৎকার শুনে স্বামী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা না নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: রেদোয়ান সাপের দংশনে গৃহবধূ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
ফেনীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোকেয়া আক্তার রিনা সাপে কাটার চিকিৎসা নিতে আসেন। রোগীর তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার পর স্বজনরা স্বেচ্ছায় ফেনী নিয়ে চিকিৎসা করাবেন বলে ছাড়পত্র চান। ইতোমধ্যে রোগীর অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে ডাক্তার এন্টিভেনম প্রস্তুত করা শুরু করেন। রোগীর স্বামী শফিকুল ইসলাম এন্টিভেনম প্রস্তুত করার পরই রোগীকে ফেনী রেফার করতে বলেন। জানান পরবর্তী চিকিৎসা যা করার ফেনীতেই করাবেন বলে নিজ স্বাক্ষরিত লিখিত কাগজ দেন। রোগীকে ফেনী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।