× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদা চাওকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

দৌলতপুরে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৯:০৭ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চক দৌলতপুরে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে হতাহতের কোন খবর না পাওয়া গেলেও ব্যাপকভাবে আর্থিক ক্ষতি সাধন হয়েছে। 

স্থানীয় এলাকাবাসীরা বলেন, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে অনৈতিকভাবে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার  আকবর আলীর ছেলে প্রভাবশালী নেতা জব্বার। 

এরই ধারাবাহিকতায় ১১/০৭/২০২৫ ইং তারিখ শুক্রবার সন্ধ্যার পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জাব্বার সানজিদের কাছ থেকে অনৈতিক ভাবে চাঁদার টাকা চাই এবং সেই টাকা দিতে সানজিদ অস্বীকৃতি জানালে সানজিদের উপর হামলা করে জব্বার। 

এর কিছুক্ষণ পর জাব্বার তার লোকজন নিয়ে হামলা চালায় সানজিদের বাড়িতে সেখান নগদ টাকা গহনা ও মূল্যবান সম্পদ লুট করে, বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় জাব্বারের লোকজন এতে সানজিদের ৪২ লক্ষ টাকা দামের একটি এক্স নোহা গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে অবহিত করে পরে ফায়ার সার্ভিসের ভেড়ামারার সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত রয়েছেন। 

এই সকল বিষয়ে ব্যবসায়ী ভুক্তভোগী সানজিদের সাথে কথা বলে জানা যায়, আমি ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করি গত কয়েক মাস ধরে এলাকার প্রভাবশালী নেতা জাব্বার আমার কাছ থেকে  বিভিন্ন সময়ে চাঁদা চেয়ে আসছে, আমি চাঁদা দিতে  অস্বীকৃতি জানালে সে আমাকে মারধর সহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার গাড়ির গতিরোধ করে জাব্বার আমাকে মারধর করে পরে আমার ব্যবসায়িক  পার্টনার ও আমার চাচাতো ভাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে ও আমাদের তিনটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়।

এমন অবস্থায় আমরা সেখান থেকে আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে চলে গেলে জাব্বার সহ তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে, টাকা পয়সা গহনা সহ মূল্যবান সম্পদ লুট করে এবং আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এতে আমার ৪২ লক্ষ টাকা দামের এক্স নোহা মাইক্রো গাড়ি পুড়ে যাই। সব মিলিয়ে সর্বমোট এক কোটি টাকার ক্ষতি সাধন করে জাব্বার ও তার লোকজন। এমন ঘটনায় আমার জীবন নাশের হুমকি রয়েছে বলে আমি বাড়িতে আর থাকতে পারছি না আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। 

এদিকে এ বিষয়ে অভিযুক্ত প্রভাবশালী নেতা জাব্বার চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন চাকরি দেওয়ার নাম করে সানজিদ আমার আত্মীয়র কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দিতে না পারাই সানজিদের কাছ থেকে টাকা চাইতে গেলেই ঘটে এমন ঘটনা। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, টাকা পয়সাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য বাক বিতান্ডার  ঘটনা ঘটেছে একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে  মাইক্রোবাসে আগুন সহ  কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ পেলে আইন অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ সহায়তা করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.