× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির সমাবেশ ও সদস্য সংগ্রহের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরন করা হয়।

আজ শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ কুদ্দুসুর রহমান আকন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ মাহাবুবুল হক নান্নু।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন- চরমোনাই ধর্ম ব্যবসায়ী, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনাকে বাতাস করেছে, সেই দল এখন পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে মাহাবুবুল হক নান্নু বলেন-তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার মূলক বক্তব্য জামাতকে প্রত্যাহার করতে হবে।
 
অনুষ্ঠানে নতুন সদস্যদের ভর্তি এবং পুরাতন সদস্যদের নবায়ন ফরম পূরণ করা হয়েছে। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন অনুষ্ঠান সঞ্চালনা করেন। কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, সদস্য, মোঃ এনামুল হক এলিন সরদার, এ্যাডভোকেট মোঃ মাহেব হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাদল, আমুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির গোলদার, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা হেলাল কিরন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.