× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের উদ্ধার

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শঙ্খ নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডুবে যাওয়া সাইফুল ইসলাম (২০) নামের যুবকটি ৩দিন পর গতকাল ১২ জুলাই দুপুরে শঙ্খনদীর চরতী এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার সৎসঙ্গ পাড়া এলাকায় শঙ্খ নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের সময় নিখোঁজ হয় সাইফুল।

সে কক্সবাজার জেলার উখিয়া পালংখালীর তোফায়েল আহমদের ছেলে বলে জানা যায়। সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত ৫ মাস ধরে সাতকানিয়ার পুরানগড় সুমন মিস্ত্রির সাথে সহযোগি হিসেবে কাজ করছিল। স্থানীয়ভাবে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শঙ্খ নদীতে পানির স্রোতে উজান থেকে ভেসে আসা জ্বালানির জন্য লাকড়ি ধরছিল সাইফুল। 

লাকড়ি সংগ্রহ করতে করতে এক পর্যায়ে লাকড়ি ধরতে নদীতে ঝাঁপ দেয় সাইফুল। ঐ সময় নদীতে সাইফুল ডুবে গেলে আর উঠতে পারেনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে না পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দিলে (শুক্রবার) গত ১১ জুলাই ভোর থেকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধ্যা পর্যন্ত শঙ্খ নদীতে তল্লাশি চালিয়ে সাইফুলকে উদ্ধার করতে পারেনি। অবশেষে শনিবার দুপুরে শঙ্খনদীর চরতী এলাকায় সাইফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের সহায়তায় তার ভাই  জমির উদ্দীন ও দুলা ভাই গিয়াস উদ্দীন সাইফুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.