× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে বিএনপি নেতা এম এ হাশেম রাজুর মতবিনিময় সভা

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, বিএনপি নেতা এম এ হাশেম রাজু বলেছেন, বিগত ১৬ বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। অনেক মামলা, হামলার শিকার হয়েছি।

এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়ে আপনারা সংবাদকর্মীদের সাথে মন খুলে কথা বলার সাহস পাচ্ছি। দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক পথপরিক্রমায় আপনাদের ঘরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে রাজনীতি চর্চায় বেড়ে উঠেছি। গণ মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ১/১১ এর মঈন-ফখরুদ্দীন সরকারের জরুরী আইন ভঙ্গ করে সর্বপ্রথম দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলন করতে গিয়ে ৫ বারের অধিক কারাগারে অন্তরিন ছিলাম। ৫৭টি মালার আসামী হয়ে ঘরছাড়া হয়েছি।

ড. ইউনুস ও পিটার হাসকে হুমকি প্রদানকারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি।

আমি আপনাদের ঘরের ছেলে পাশে আছি, থাকবো, দল যদি চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অঙ্গিকার ব্যক্ত করছি। ১২ জুলাই সকালে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে চন্দনাইশে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর মোহাম্মদ, মানবাধিকার কর্মী উম্মে সালমা হাফিজা চৌধুরী, ছাত্রনেতা ফয়সাল আহমেদ, সমাজকর্মী জায়নুল আলম, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী প্রমুখ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.