× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামার আড়াই কোটি টাকা ভাগ্নের পকেটে

টাকা চাইতে গেলে মামাকে হুমকি মারধর

রাজশাহী ব্যুরো।

১২ জুলাই ২০২৫, ২০:১৭ পিএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৫, ২১:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী নগরীর প্রথম শ্রেণির ঠিকাদার ওয়াসিমুল হক ওরফে ওয়াসিমের বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ সহ যৌথ মালিকানায় করা ঠিকাদারি কাজের লভ্যাংশ না দেবার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ জুলাই) বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ঠিকাদার আল ফারুক আহমেদ নতুন এই অভিযোগ করেন। ভুক্তভোগী ঠিকাদার ফারুক ও  অভিযুক্ত ঠিকাদার ওয়াসিম সম্পর্কে মামা-ভাগ্না।

ওয়াসিমের সাথে দীর্ঘসময় ধরে যৌথভাবে বিভিন্ন ধরনের ঠিকাদারি কাজ করতেন ফারুক আহমেদ নতুন। ২০১২ সাল থেকে আমরা যৌথভাবে কাজ করছি। ঠিকাদারি কাজের প্রেক্ষিতে অভিযুক্ত ঠিকাদার ওয়াসিমকে বিভিন্ন সময় টাকা ধার দিয়েছেন ফারুক। সাউথ বাংলা কমার্শিয়াল এগ্রিকালচার ব্যাংকের মাধ্যমে ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত মোট ২ কোটি ৬০ লাখ টাকা ধার হিসেবে দিয়েছেন বলে দাবি তার। যার প্রতিটি ডকুমেন্ট নিজের কাছে সংরক্ষিত আছে বলে জানান ফারুক।

পাওনা টাকা আর পার্টনারশিপে করা কাজের লভ্যাংশের অংশ চাইতে গেলে ঠিকাদার ওয়াসিম পাওনাদার ফারুককে প্রাণনাশের হুমকি ধামকি দেন। গত ০৮-৭-২০২৫ ইং তারিখে অভিযুক্ত ঠিকাদার ওয়াসিম নিজ চেম্বারে ডেকে পাওনাদার ফারুককে মারধর করেন ও প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শণ করেন। মারধর করাকালীন ওয়াসিমের ভাড়া করা সন্ত্রাসীবাহিনী আমার নিকটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা  ছিনিয়ে নেই। আহত ফারুকের পক্ষে তার স্ত্রী তানিয়া খাতুন ঐদিন রাতেই চারজনের নাম উল্লেখপূর্বক এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, অভিযুক্ত ঠিকাদার ওয়াসিম বিগত সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক নেতা ও এমপিদের সাথে সখ্যতা গড়ে তোলেন। বিশেষ করে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন ও রাসিক মেয়র লিটনের সাথে আতাত করে ঠিকাদারি কাজ সহ জমি দখলেও ব্যস্ত ছিল।

আমার একটি সম্পত্তি বিগত আ’লীগ সরকারের আমলে এমপি নেতাদের প্রভাব খাটিয়ে ঠিকাদার ওয়াসিম জোড়পূর্বক দখল করে রেখেছে। সেটিও আজ পর্যন্ত আমি নিজ দখলে পায়নি। গত ঈদের আগে ২০ লাখ টাকা ওয়াসিম আমাকে ফেরত দেবার পর থেকে আজ অবদি আর কোন টাকা সে পরিশোধ করেনি। ওয়াসিমের নামে নগরীর বোয়ালিয়া গত ৪-০৩-২০২৫ ইং তারিখে গণঅভ্যুত্থান চলাচলাকালিন সময়ে ছাত্র-জনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণ করার দায়ে হওয়া একটি মামলায় ঠিকাদার ওয়াসিম ৬১ নম্বর আসামী। আওয়ামী লীগের পতনের পর থেকে ওয়াসিম নিজের ভোলপাল্টিয়ে সে এখন বিএনপির নেতাকর্মীদের ব্যবহার করছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.