× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিসের টিম

চট্টগ্রাম ব্যুরো।

১৩ জুলাই ২০২৫, ১৪:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে  ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও  উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

গত বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো বন্যাকবলিত  পূর্ব ও পশ্চিম গুনিয়ামরা ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষত  উদ্ধারকর্মীরা নৌকার মাধ্যমে দুর্গত এলাকাগুলোতে গিয়ে বৃদ্ধ,গর্ভবতী এমনকি দুই  মাসের নবজাতক শিশুকে উদ্ধার করে   নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

ফেনী ফুলগাজী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর তারেকুল ইসলাম  জানান, “বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে আমরা দুইটি টিমে বিভক্ত হয়ে  সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। নৌকা ও লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমাদের সদস্যরা কাজ করছে।” এদিকে স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র খুলে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে থাকার  ব্যবস্থা করেছে। 

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.