কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে ইউপি সদস্য কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম মেম্বার (৪৮) কে ১০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, বিদেশি একটি আগ্নেয় অস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ আটক করেছে ঠোঁটারপাড়া (বিওপি) বিজিবির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারি রেজিস্টার আওতাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম মেম্বার মাদকদ্রব্য কেনাবেচা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ১৩/০৭/২০২৫ ইং রাত ০২.২০ মিনিটের সময় মেইন পিলার ১৫৪/৯ এস বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করলে মাদক দ্রব্য ফেনসিডিল গাঁজা ও অস্ত্র সহ সালাম মেম্বারকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য ফেনসিডিল গাজা ও অস্ত্র সহ আটকৃত সালাম মেম্বারকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ন বিজিবি। এবং উদ্ধারকৃত আলামতের বর্ণনা দিয়ে দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রজু করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।