মানিকগঞ্জ জেলার ঘিওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি দোকানের মালিকদের পাশে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
আজ ঘিওর বাজারের মোহাম্মদ সড়কে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেন মোহাম্মদ ইলিয়াছ হোসেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে সহানুভূতি জানান এবং সামান্য উপহারস্বরূপ নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা তুলে দেন।
এ সময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ঘিওর বাজারে লিফলেট বিতরণ এবং একটি পথসভাও আয়োজন করা হয়। পথসভায় মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন,
"মানুষ মানুষের জন্য—এই কথাটাই আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সকলের প্রতি অনুরোধ জানাই—আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।"
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পুনর্বাসনে স্থানীয় প্রশাসন ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার দাবি জানাচ্ছেন অনেকেই।