× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া টাকা চাওয়ায় ফেনীর পরশুরামে ব্যবসায়ীকে বহিষ্কৃত যুবদল নেতার মারধর

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

১৩ জুলাই ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে ব্যবসায়ী সুমন হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।গত বুধবার (৯ জুলাই) বিকেলে সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরশুরাম উত্তর বাজারের ব্যবসায়ী সুমনের অভিযোগ- বকেয়া টাকা চাওয়াতে দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: সায়েম ও তার ভাতিজা ফয়সালসহ কয়েকজন তাকে বেদড়ক মারধর করেন।

শনিবার (১২ জুলাই) রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়- যুবদল নেতা সায়েম ও তার ভাতিজা ফয়সালসহ ৫/৬জন ওই ব্যবসায়ীকে বেদড়ক মারধর করেছেন। একপর্যায়ে মারতে মারতে তার গায়ের পোশাক খুলে নিয়েছেন। তারপরও তারা ক্ষান্ত হচ্ছেন না। বার বার টেনে-হিচড়ে সুমনকে দোকান থেকে বের করার চেষ্টা করছেন। এ সময় নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তাকে গালিগালাজ করতে শোনা যায়। 

ভুক্তভোগী সুমন হোসেন জানান, বর্তমানে তিনি পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। তবে তিনি আতঙ্কে রয়েছেন । পরিবারের সাথে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সম্পৃক্ত যুবদলের ওয়ার্ড আহবায়ক মো. সায়েমকে গত ২৫ জুন অব্যাহতি দেয়া হয়েছে বলে পরশুরাম পৌর যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরশুরাম পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ ছামাদ রনি ও যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল স্বাক্ষরিত শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ফেনী জেলা যুবদলের নির্দেশক্রমে পরশুরাম পৌর যুবদলের ৫নং ওয়ার্ডের আহবায়ক মো: সায়েমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো: সায়েমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পরশুরাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ সামাদ রনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সায়েমকে গত ২৫ জুন অর্থাৎ ১৭ দিন আগে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.