নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে অবৈধ দেশি মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে সেনাবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে চালানো এই অভিযানে একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানা সনাক্ত করে সেনাবাহিনীর একটি দল। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটকৃতরা হলো—বাসনা রানী, উজ্জল, বিমলা এবং জগেস।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে আরও মদ তৈরি করার প্রস্তুতি চলছিল।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক উৎপাদন চলছিল, যা নিয়ে উদ্বেগ ছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা স্বস্তি অনুভব করছেন।
জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক অবক্ষয় রোধে সেনাবাহিনীর এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।