× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে সেনা অভিযানে অবৈধ দেশি মদ কারখানা সনাক্ত, গ্রেপ্তার ৪

মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর ( নাটোর ) প্রতিনিধি।

১৩ জুলাই ২০২৫, ২০:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে অবৈধ দেশি মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে সেনাবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে চালানো এই অভিযানে একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানা সনাক্ত করে সেনাবাহিনীর একটি দল। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটকৃতরা হলো—বাসনা রানী, উজ্জল, বিমলা এবং জগেস।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে আরও মদ তৈরি করার প্রস্তুতি চলছিল।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক উৎপাদন চলছিল, যা নিয়ে উদ্বেগ ছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা স্বস্তি অনুভব করছেন।
জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক অবক্ষয় রোধে সেনাবাহিনীর এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.