× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে গ্রাউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৩ জুলাই ২০২৫, ২০:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে "ইস্পাহানি চক্ষু হাসপাতাল" এর পরিচালনায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির পরিচালিত করেছে। চা বাগানে বসবাসরত গরীব অসহায় হতদরিদ্র চক্ষু চিকিৎসায় বঞ্চিত ৩ শতাধিক পিছিয়ে পড়া মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও পরামর্শ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ।

গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) উপস্থিত বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা আকরাম আহমেদ  ও মাসুদ হাসান গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশনের ব্যবস্থাপক প্রণয় রঞ্জন বিশ্বাস, শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, গ্রাউক শমশেরনগর ব্রাঞ্চ ম্যানাজার জ্যোর্তিময় পাল নিতু, মাধবপুর শাখা ব্যবস্থাপক অনিক বিশ্বাস ও অপূর্ব সরকার অপু, বিশিষ্ট সমাজসেবক কমলা কান্ত সিংহ, পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল, লিটন গঞ্জু এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু প্রমুখ।

চক্ষু শিবির শেষে আগত গ্রাউক এর পক্ষ থেকে রোগীদের একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.