× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আইনজীবী নেতা হত্যা মামলায় কারাগারে

কামরুল হাসান টিটু রংপুর ব্যুরো

১৩ জুলাই ২০২৫, ২০:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক। তার বিরুদ্ধে জুলাই গণঅভুত্থানের সময় তিন হত্যা ও এক হত্যা চেষ্টার মামলা রয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে,  ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হোসেন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হক প্রামাণিক। এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চত করেছেন আইনজীবী রোকনুজ্জামান রোকন। তিনি জানান, আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.