Flowco Group আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে তাদের আধুনিক ফুয়েল অবকাঠামো সেবা চালু করেছেন।
সোনার বাংলা সার্ভিস স্টেশন ঢাকাতে একটি সফল পাইলট প্রকল্পের মাধ্যমে এই সেবা চালু করেছে। এতে যুক্ত হয়েছে অটোমেটিক ট্যাংক গজিং (GOP) প্রযুক্তি যা দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করেছে।
আজ বিকেলে মহাখালী, নাভানা ইউসুফ ইনফিনিটি তে ফোকো বাংলাদেশ লিমিটেড নিজস্ব কার্যালয়ে মালয়েশিয়া থেকে আগত Flowco Group চেয়ারম্যান ওমর মোহাম্মদ সাঈদ এর উপস্থিতি তে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, ফোকো বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং ম্যানেজিং ডিরেক্টর তহিদ ইফতেখার।
এসময় উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সহ দেশের শীর্ষস্থানীয় অয়েল মার্কেটিং কোম্পানির সার্ভিস স্টেশন অপারেটর ও অন্যান্য জ্বালানি খাতে পেশাজীবীরা।