“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন” -এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই)দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মারুফ হোসাইন এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোহিতুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমদ, ডা:মো.রকিবুল আলম,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু।
আলোচনা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়জনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,ছাত্র প্রতিনিধি আরিয়ান নাজমুলসহ
এনজিও কর্মী ও বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।