× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

নাটোর প্রতিনিধি।

১৪ জুলাই ২০২৫, ১৮:৫০ পিএম

নাটোর বাইপাস সড়কের রামাইগাছি এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে বৃষ্টির মধ্যে কাভার্ড ভ্যানটি আচমকা ব্রেক করলে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস এসে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের ছয়জন যাত্রী ও কাভার্ড ভ্যানের হেল্পার মনসুর এবং চালক আবু বক্করসহ মোট ৮ জন আহত হন। গুরুতর আহত মনসুর ও আবু বক্করকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.