× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

১৪ জুলাই ২০২৫, ১৮:৫২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার দলীয় প্যাড ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সম্প্রতি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাস যথাক্রমে যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিনের পক্ষে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র ইস্যু করেন।

গত শনিবার (১৩ জুলাই) বিষয়টি ফাঁস হয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষিতে লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অপকর্মে জড়িত ওই দুইজন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'দলীয় অনুমোদন ছাড়া ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান বিএনপির গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাসকে

তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির  সভাপতি মো: আহাদুজ্জামান বাটু গণমাধ্যমকর্মীদের ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.