× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

১৪ জুলাই ২০২৫, ১৮:৫৩ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.