× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মাদ্রাসাছাত্র নিহত

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

১৪ জুলাই ২০২৫, ১৯:৪৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত তিন মাদ্রাসা শিক্ষার্থীর জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড় রাংটিয়া জামে মসজিদ মাঠে এই তিন কোরআনের পাখির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে বড় রাংটিয়া কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

এর আগে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন-রাংটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে আমির হোসেন (৯), গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)। তারা সবাই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় তিনজন শিক্ষার্থী রাংটিয়া মোড় থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জাকারিয়া।

আহত অবস্থায় আমির ও সাকিবুলকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সাকিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা আফরিন প্রমা।

এ মর্মান্তিক ঘটনায় পুরো রাংটিয়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে কান্নার রোল।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘চালক ও গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.