নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সোমবার ( ১৪ জূলাই) উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে প্রশাসনিক হলরুমে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা, নাটোর ও উপজেলা প:প: কর্মমর্তা (অ.দা.) মো: সোহেল রানার সভাপতিত্বে ও লালোর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: একরামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা প:প: কর্মকর্তা মো: জহুরুল ইসলাম। আরও বক্তব্য দেন মেডিক্যাল অফিসার ডা: মৌসুমী কামাল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: মুজাহিদুল ইসলাম।
এসময় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কাজে বিশেষ অবদান রাখায় মঞ্জুয়ারা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহেদ বিশ্বাস ফরিদ,পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা: নাজনীন আক্তার, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: ওমর ফারুক ও ২টি প্রতিষ্ঠান হাতিয়ান্দহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা করা হয় ।