নাটোরের সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তারা দুইজনই সিংড়া পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। অবাক করার মত দুই ভাই কারিশমা দেখালো। ক্লাসে নিয়মিত না হলে ও নিয়মিত পড়ালেখা, অধ্যবসায় তাদের সাফল্য এনে দিয়েছে।
এসএসসি পরীক্ষায় রিয়াদ ১২৫৯ নম্বর পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ গোল্ডেন এ প্লাস সহ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন। তারা উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর বাজারের ফার্মেসী ব্যবসায়ী রাজু আহমেদ ও গৃহিনী নাজনীন আক্তারের ছেলে। তাদের এই ফলাফলে খুশি তার পরিবারের সবাই।
এর আগে জমজ দুই ভাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। রিয়াদ ও রিশাদ ২০২৫ সালে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ ও ১৮ জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠান জুড়েও আনন্দের ছোঁয়া লেগেছে।
জমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্বে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। দৈনিক তারা ৮/১০ ঘন্টা নিয়মিত অধ্যয়ন করতো। পাঠ বইয়ের লাইন টু লাইন পড়ার চেষ্টা করতো।
রিয়াদ ও রিশাদের পিতা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। ওদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতো। তবে এতো ভালো ফল করবে তা ভাবতে পারিনি। দুই ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন বলেন, তারা জমজ দুই ভাই ক্লাস পরীক্ষায় বরাবরই ভালো করতো। তাদেরই নেতৃত্বে সম্প্রতি জাতীয় বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় দেশের নবম স্থানে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠানের সভাপতি ও ইউএনও মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।