× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিব আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১৫ জুলাই ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়া জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মঙ্গলবার (১৬ জুলাই ) সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী'র সভাপতিত্বে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার,৪৭ বিজিবির প্রাগপুর ক্যাম্প কমান্ডার মজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের অন্যতম  সমন্বয়ক রকি আহমেদ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য  সদস্য,সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি'র বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক উল্লেখ্য করে মাদক নিয়ন্ত্রণে সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক ও জিমনেসিয়াম এর উদ্বোধন করে শিশু পার্ক চত্বরে একটি বকুল ফুলের চারা রোপন করেন,জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.