× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধীদের ৩ দফা দাবি, সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট।

১৬ জুলাই ২০২৫, ১৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশীদ। তিনি বলেন, ‘গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।’ এসময় তিনি সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।

২. পুলিশ সংস্কার করতে হবে। স্বৈরাচারি হাসিনার গোপালি পুলিশ এখনও ছাত্রদের দিকে বন্দুক তাক করছে—গোটা পুলিশি ব্যবস্থাকে তাই ঢেলে সাজাতে হবে।

৩. গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে সাড়াশি অভিযান চালাতে হবে।

উল্লেখ্য, একই দিন বিকেলে গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালায় ফ্যাসিস্ট আওয়ামী নেতারা। সেই ঘটনার পরপরই জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.