কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী'র সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রামার অফিসার মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা,উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম পুলক,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম, দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আরোজ উল্লাহ,দৌলতপুর হাসপাতালের আরএমও সামসুল আরেফিন সুলভ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকাশ আহমেদ,গণ-অধিকার নেতা মো. শাহাবুল ইসলাম,দৌলতপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মিরন হাসানসহ সভায় শহীদ পরিবারের সদস্য,জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি,সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।