× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জের ঘটনা আমাদের জন্য আরেকটা ওয়েকাপ কল -মাহমুদুর রহমান

জুবাইর হোসেন,রাবি প্রতিনিধি।

১৬ জুলাই ২০২৫, ২০:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জের আজকের ঘটনা জুলাইয়ে যারা আমরা একসঙ্গে লড়াই করেছিলাম তাদের জন্য একটি ওয়েকাপ কল। এরকম অবস্থা চলতে থাকলে আমাদের আবার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামি তাহলে ইনশাল্লাহ সেই পরাশক্তি আবার দমন হবে। এমন মন্তব্য করেছেন দেনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। 

বুধবার (১৬ জুলাই) সাড়ে ৩টায় বিশ্বিবদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনতায়নে 'শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ' শীর্ষক  সেমিনারে এমন কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আজ গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের উপর হামলা করেছে। আজকে সকালেও আমার একটি প্রতিবেদন 'জবানে লাগাম দিন'-এ আমি বলার চেষ্টা করেছিলাম যে,  জুলাই যোদ্ধারা যদি রাজনৈতিক বিভাজিত হয়ে যায়, তারা যদি একে অপরকে বিনাশ করার জন্য রাস্তায় নামে, তাহলে তার পরিণতিতে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। কাকতালীয়ভাবে তার প্রমাণ আজকে আমরা গোপালগঞ্জে দেখতে পাচ্ছি।

এখানে একদিক দিয়ে রাজনীতিবিদদের ব্যর্থতা, তার থেকে বড় সরকারেরও ব্যার্থতা রয়েছে। সরকারের জানা উচিত ছিল যে আজকে এনসিপির ছেলেরা গোপালগঞ্জে যাবে। তাদের আগে থেকেই ব্যাবস্থা নেওয়া উচিত ছিল। এই ব্যার্থতার পরে সরকারের সররাষ্ট উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, তিনি কী আর ক্ষমতায় থাকতে পারে কিনা সেটি নিয়েও এখন চিন্তা করার দরকার।

আমি মনে করি আজকের এই ঘটনা জুলাইয়ে যারা আমরা একসঙ্গে লড়াই করেছিলাম তাদের জন্য একটি ওয়েকাপ কল। এরকম অবস্থা চলতে থাকলে আমাদের আবার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামি তাহলে ইনশাল্লাহ সেই পরাশক্তি আবার দমন হবে। 

অনেকে বলে জুলাই বিপ্লবের পেছেনে আবেগ কাজ করেনা, কিন্তু আমি মনে করি আবেগটাই সব। আবেগের কারণেই মানুষ জীবন দেয়। আবেগ না থাকলে মানুষ জীবন দিতে পারেনা। তরুণদের এই বাংলাদেশ নিরাপদ থাকবে। এটি বারবার প্রমানিত যে যখন তরুনরা রুখে দাঁড়ায় তখন সেই রাষ্ট্রকে আর পদনত করা যায়না। আমি মনে করি, আমাদের আর স্পার্টাকাস আর চে গুয়েভারার গল্প পড়ার দরকার নাই। আমরা আজ থেকে পড়বো শহীদ আবু সাঈদে, মুগ্ধ, নাফিজদের গল্প।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.