× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরের বড়াইবাড়ী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ।

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৭ জুলাই ২০২৫, ১৯:৪০ পিএম

‎রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে।

অভিযোগ করেছেন মেসার্স পাপড়ি ফিলিং স্টেশনের প্রয়াত মালিক মো. ওয়াজেদ আলীর স্ত্রী ও তিন কন্যা। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আলমগীর ওয়াজেদ আলীর মৃত্যুর পরপরই পারিবারিক পুকুরে অবৈধভাবে ড্রেজিং করে বালু ভরাটের মাধ্যমে দখলের চেষ্টা চালায়।

জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াজেদ আলী গত ১৪ জুন ২০২৫ তারিখে মারা যান। তার মৃত্যুর পর প্রধান শিক্ষক আলমগীর হোসেন বিদ্যালয়ের পূর্ব পাশ ঘেঁষা ওয়াজেদ আলীর পৈত্রিক পুকুরে বালু ফেলে তা ভরাটের চেষ্টা চালান।

এতে বাধা দেন ওয়াজেদ আলীর শোকাহত স্ত্রী ও তিন কন্যা। পরবর্তীতে তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করলে ইউএনও মাটি ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং নিজে সরেজমিনে উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করেন বলে অভিযোগকারীদের দাবি। স্থানীয় সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

‎তবে অভিযোগ রয়েছে, ইউএনওর নির্দেশ সত্ত্বেও শিক্ষক আলমগীর হোসেন পেছন থেকে ভূয়া কাগজপত্র তৈরি করে উল্টো ভুক্তভোগী পরিবারকে হেনস্তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মৃত ওয়াজেদ আলীর পরিবার ও এলাকাবাসীর একাংশ দাবি করেছে, উক্ত পুকুরটি ওয়াজেদ আলীর বাবার সম্পত্তি এবং তা কখনোই বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হয়নি।

সেখানে ওয়াজেদ আলী নিজে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, “স্কুলের নামে দখলের নামে আসলে এটা ছিলো প্রধান শিক্ষকের ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা।

‎অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আলমগীর হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও ষড়যন্ত্রের সাথে জড়িত।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে টাকার বিনিময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার অভিযোগে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন তিনি। এই অভিযোগের জেরে স্থানীয় বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীরাও প্রতিবাদে সরব হন।

‎এ বিষয়ে অভিযোগকারী লিমা ওয়াজেদ এর সঙ্গে কথা হলে তিনি জানায়, আমার দাদু মৃত আজগার আলী স্কুলের সভাপতি থাকা সত্বে এগ্রিমেন্ট দলিল করে দেন। তিনি দলিলে উল্লেখ করেন,যতদিন স্কুলের সভাপতি পদে বহাল থাকবেন ততদিন পুকুরটি স্কুল ভোগ করবে। পরবর্তীতে সভাপতি পদ বাতিল করলে আমার বাবা মৃত ওয়াজেদ আলীর নামে ২০০৪ সালে দলিল করে দেন।  কিন্তু নিয়ম নিতীর তোয়াক্কা না করে প্রধান শিক্ষক আলমগীর হোসেন আমার বাবা মারা গেলে পুকুরটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। 

‎এ বিষয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, অভিযোগকারী লিমা ওয়াজেদ এর দাদু ১৯৭২ সালে স্কুলের নামে ২০ শতাংশ জমি দলিল করে দেন। তাই স্থানীয়দের সাথে পরামর্শ করে বালু ভরাট শুরু করি। তবে লিমা ওয়াজেদ তার বাবার পৈত্রিক সম্পত্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে সকল কার্যক্রম বন্ধ করে দেন ইউএনও।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহমুদ হাছান মৃধা বলেন, লিমা ওয়াজেদ নামে একজন লিখিত  অভিযোগ করেছেন। স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন কে বালু ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখন কাজ বন্ধ আছে। উভয় পক্ষকে আদালত থেকে এই সমস্যা নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.