রাজধানীর পুরান ঢাকার সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে আগুন লেগেছে। রাত ৯টার দিকে আগুন লাগার খবর পাই। পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।