× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

১৭ জুলাই ২০২৫, ১৯:৪২ পিএম

ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতামূলক পথসভা হয়েছে শেরপুরে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথবাজার এলাকার টাউনহল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী ওই পথসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার কমিশনার ও শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করীম।

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওইসময় আরও বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, জেলা রোভারের সহকারী কমিশনার তপন সারোয়ার, ডা. সেকান্দর আলী কলেজের শিক্ষক ও আরএসএল মো. মনসুর আলী, সরকারি মহিলা কলেজের প্রভাষক ও আরএসএল রোমানা জাহান, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা, জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, বাড়ির আশপাশের ঝোপঝাড়-আঙ্গিনা পরিষ্কার, খোসা, টায়ার, বাগানের টবে জমে থাকা পানি নিয়মিত পাল্টানোর পদক্ষেপ নিতে হবে। করোনা থেকে রক্ষা পেতে জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক পড়া, হাঁচি-কাশির সময় বাহু-টিস্যু-কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার বার্তা প্রদান করা হয়।

জেলা রোভার স্কাউট ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে এবং পথসভায় জনউদ্যোগ কমিটি, জেলা রোভার সদস্যসহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.