চাঁদপুরের মতলব উত্তরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার রারীকান্দী কেন্দ্রীয় কবরস্থানে শহীদ আরিফ বেপারীর কবরের পাশে বৃক্ষরোপণ করা হয় এবং শহীদ এর আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও বিশেস দোয়া অনুষ্ঠিত হয় ৷
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি,সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. মাহবুব আলম,শহীদ আরিফের বাবা-মা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
এছাড়া ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সুলতানাবাদ ইউনিয়নের শহীদ নাইমা সুলতানা,ফতেপুর পূর্ব ইউনিয়নের দ্বীন ইসলাম, এখলাছপুর ইউনিয়নের মো: সুজন, সাদুল্লাপুর ইউনিয়নের মো: সোহেল, ফরাজিকান্দী ইউনিয়নের আলা উদ্দিন, ফতেপুর পূর্ব ইউনিয়নের মো: পারভেজ ও মোহনপুর ইউনিয়নের ফয়েজুল ইসলাম রাজনের কবরের পাশে একটি করে বৃক্ষরোপন কর হয় এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় ৷