তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও মিটফোর্ডের হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের পরিচালনায় শনিবার বিকাল ৫টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সন্তান ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, সহ আরো অনেকেই বিক্ষোভ মিছিল টি রিফাইতপুর বাজার থেকে শুরু হয়ে দৌলতপুর উপজেলা বাজারে যেয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।