বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনা। বিএনপি জনগনের জন্য রাজনীতি করে। এর প্রমান বিএনপি কয়েকবার দেখিয়েছে। ১৯৯৬ সালে জনগনের দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদকে ছুরে দিয়েছিলেন।
নরসিংদীর পাঁচদোনা মোড়ে আয়োজিত নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোটি মানু্ষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত। বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতার লোভে নয়। ছাত্রজনতার আন্দোলনের ১ বছরে গণতন্ত্রের জন্য সুসংগঠিত হতে হবে।
নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিএনপির আয়োজনে পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সস্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ হতে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান।