× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইইউবির ভারপ্রাপ্ত ভিসি ড. মোঃ গোলাম মরতুজা

ডেক্স রিপোর্ট ।

১৯ জুলাই ২০২৫, ২০:২৪ পিএম । আপডেটঃ ১৯ জুলাই ২০২৫, ২০:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা বিভাগের সাবেক অধ্যাপক ড. মোঃ গোলাম মরতুজা। 

বাংলাদেশ প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর শেষ করে মোঃ গোলাম মরতুজা যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় (জাতিসংঘের ফেলোশিফের অধীনে যৌথ স্নাতকোত্তর ডিগ্রি) অর্জন করেন ১৯৭৮ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে (পিএইচডি) ডিগ্রী অর্জন করেন ২০০১ সালে।

২০০৫ থেকে দীর্ঘ ১১ বছর তিনি একাধারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা বিভাগে অধ্যাপক এবং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হামদার্দ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা  এবং নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। 

এবার খ্যাতনামা এই নগর অর্থনীতিবিদ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ।

২০২২ এর ইউজিসি তদন্তে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায়, ডক্টর মকবুল আহমেদ খান কে বোর্ড অফ ট্রাস্টিস থেকে দ্রুত অপসারণের নির্দেশ দেন। এবং প্রফেসর মোঃ আলিম দাদ শারীরিক ও মানসিকভাবে উপাচার্য পদে উপযুক্ত নয় বলে যানান ইউজিসি তদন্ত কমিটি, তবে তৎকালীন সময়ে কোন এক অদৃশ্য শক্তির বলে বিষয়টা ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন প্রফেসর মোঃ আলিম দাদ এবং মকবুল আহমেদ খান।

২৫ জুন ২০২৫ ইইউবির সাবেক ভিসি প্রফেসর মোঃ আলিম দাদ এর মেয়াদ শেষ হওয়ায় ড. মোঃ গোলাম মরতুজাকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে ১৫ জুলাই নিয়োগ দেওয়া হয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) তাকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.