জুলাই বিপ্লবের স্মৃতিকে ধরে রাখার জন্য নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের দুটি ক্যাটাগরিতে নরসিংদী জেলার ৬টি উপজেলার প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
এই গ্রাফিতি নতুন প্রজন্মকে উজ্জিবিত করতে, জুলাইকে বুকে ধারনের পাশাপাশি নিজের চিন্তা চেতনাকে বিকশিত করবে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ।
শিক্ষার্থীদের মাঝে জুলাইয়ের স্মৃতি ধারণ করা তাদের মনে জুলাই বিপ্লবকে জাগ্রত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রানিত করবে বলে জানান চিত্রশিল্পী মহসিন।