নিবার (১৯ জুলাই ) সকালে মতলব উত্তর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলা যুবদল ও সকল ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবাযক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফয়সাল আহাম্মদ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার, সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী ৷
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু ৷
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড.মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তরের সাংগঠনিক গতির বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যুবদলের এই প্রতিনিধি সভা ৷
নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং নেতাকর্মীদের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করাই হলো যুবদলের এই প্রতিনিধি সভার
মূল উদ্দেশ্য ৷
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ ছাড়া তিনি দেশের বর্তমান ক্রান্তিকালের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশ এবং দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি ৷
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন,
এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: জলিল প্রধান,সাধারণ সম্পাদক সায়মুন, জহিরাবাদ ইউপি যুবদলের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন মিয়াজী,সাধারণ সম্পাদক শাহিন প্রধান,
মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপদার,সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার,ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান,কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক তাতি,পচ্শিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন সরকার,ই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াস আলীসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ যুবদলের নেতৃবৃন্দ ৷