শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিন যাবত বোনদের ভোগদখলে থাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি জোর করে দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিন ভুক্তভোগী।
রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্কের তথ্যকেন্দ্রে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে দুই ভাই জালাল উদ্দিন ও মর্তুজ আলীর বিরুদ্ধে অভিযোগ আনেন ভুক্তভোগী বোন তারা বানু, আমেনা খাতুন ও ভাগ্নে শামছুল হক।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের বয়েজ উদ্দিনের মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে দুই ছেলে জালাল উদ্দিন ও মর্তুজ আলী এবং তিন কন্যা কদবানু, তারা বানু ও আমেনা খাতুন জমিজমা বণ্টন করে নেন।
তিন কন্যা ৩০ শতাংশ করে ভাগে পেয়ে দীর্ঘদিন যাবত ভোগদখল করেছেন। সম্প্রতি দুই ভাই জালাল উদ্দিন ও মর্তুজ আলী দুই বোন তারা বানু ও আমেনা খাতুনের ৬০ শতাংশ জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করেছেন। এছাড়াও বড় বোন কদবানুর মৃত্যুর আগে লিখে দেওয়া ভাগ্নে শামছুল হকের নামে থাকা আরও ২৯ শতক জমি মর্তুজ আলী ভোগদখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি দফায় দফায় থানা পুলিশের কাছে গেলেও কোন প্রকার সুরাহা হয়নি। মর্তুজ আলী কাউকে তোয়াক্কা করছেন না। উপরন্তু শামছুল হক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন মর্তুজ আলী।