কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।
সভায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি এসএম গোলাম মোস্তফা, যুগ্মসম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ। এসময় বিশেষ করে মাদক নিমর্ূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থলবন্দরের উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার পরিকল্পনা তৈরী করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।