রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায় ফায়ার সার্ভিস।
উত্তরাস্থ দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্তের ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্টকে বলেন, আমরা উদ্ধার অভিযানে জোর দিয়েছি। ফায়ার ফাইটাররা ব্যস্ত সময় পার করছেন উদ্ধার কাজে। অনেক আহত আছে। তবে এখন পর্যন্ত আমরা নিহতের খবর পাইনি।