রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মতো দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়াও উত্তরার বেশ কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ রোগীদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেছে।
১. শামীম ইউসুফ (১৪), ২. মাহিন (১৫), ৩. আবিদ (১৭), ৪. রফি বড়ুয়া (২১),৫. সায়েম (১২),৬. সায়েম ইউসুফ (১৪),৭. মুনতাহা (১১), ৮. নাফি (), ৯. মেহেরিন (১২),১০. আয়মান (১০),১১. জায়েনা (১৩),১২. ইমন (১৭),১৩. রোহান (১৪),১৪. আবিদ (৯),১৫. আশরাফ (৩৭),১৬. ইউশা (১১), ১৭. পায়েল (১২), ১৮. আলবেরা (১০), ১৯. তাসমিয়া (১৫), ২০. মাহিয়া (), ২১. অয়ন (১৪), ২২. মাসুমা (৩৮), ২৩. মাহাতা (১৪), , ২৪. শামীম, ২৫. জাকির (৫৫), ২৬. নিলয় (১৪) , ২৭. সামিয়া, ২৮. ফয়াজ (১৪)
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।