× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে আলমগীর কবিরের পদত্যাগ

২১ জুলাই ২০২৫, ২০:০১ পিএম

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন । অনিয়ম-জালিয়াতিতে সম্পৃক্তার দায়ে গত ৫ আগস্টের পর তিনি চেয়ারম্যান পদ হারান। টানা ২০ বছর ব্যাংকের চেয়ারম্যান পদ আকড়ে রেখে ব্যাংকটিকে তার পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ রয়েছে।

জানা যায়, ব্যাংকের চেয়ারম্যান বরাবর গতকাল ২০ জুলাই পদত্যাগপত্র জমা দেন আলমগীর কবির। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় সাউথইস্ট ব্যাংক। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম উদ্যোক্তা চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালে রাজনৈতিক কারণ দেখিয়ে জোর করে এম এ কাশেম, আজিম উদ্দিন ও রেহানা রহমানকে ব্যাংকের পর্ষদ ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়। এখন তারা সবাই পরিচালক।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর সবাই পর্ষদে ফিরেছেন। এম এ কাশেমকে আবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। এম এ কাশেম এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

আলমগীর কবির ২০০৪ সাল থেকে টানা ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ঋণ জালিয়াতি, শেয়ারবাজার কারসাজি, ব্যাংকের কেনাকাটায় অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অনিয়মের পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্ষদে যুক্ত করারও অভিযোগ রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.