× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের মালখানগর শাখার উদ্বোধন

২১ জুলাই ২০২৫, ২০:০২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মার্কেন্টাইল ব্যাংকের ‘মালখানগর শাখা’ আজ ২১ জুলাই (সোমবার) উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৫৩তম শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল ফিতা কেটে শাখার উদ্বোধন করেন।

সোমবার (২১ জুলাই) ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, শাখার ল্যান্ড ওনার শফিকুল ইসলাম নান্নু ভূঁইয়া, সিরাজদিখান থানা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন, ব্যবসায়ী তসলিম উদ্দিন শেখ, মালখানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামান, ব্যবসায়ীবৃন্দ ফজলুল হক স্বপন মাতবর, মোঃ আল আমীন ও জয়নাল আবেদিন নিলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন এবং মালখানগর শাখা প্রধান মোঃ মাহমুদুল হাসানসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহক।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংকের ১৫৩তম এই শাখাটি ভূঁইয়া কমপ্লেক্স, তালতলা বাজার, মালখানগর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জে অবস্থিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.