রংপুরের বদরগঞ্জ গলায় ফাঁস দিয়ে সাথী খাতুন(১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর ইউনিয়নের বসন্তপুর পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত সাথী খাতুন পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত সাথী খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। বেশ কিছুদিন ধরে পরিবার থেকে তার চিকিৎসা করে আসছেন। সোমবার দুপুর ১২ টার দিকে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে মারা যায়। স্থানীয়রা বদরগঞ্জ থানায় খবর দিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান বলেন, গোপালপুর ইউনিয়নের বসন্তপুরে গলায় ফাঁস দিয়ে একটি মেয়ের মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবার আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।