× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

২১ জুলাই ২০২৫, ২০:০৮ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্ব্বোচ্চ মেধাক্রম অনুসারে বিবেচিত ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে গতকাল সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়ল জান্নাতুল ফেরদৌস এবং প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রুস্তুম আলী হেলালী। 

প্রধান অতিথি বলেন কৃতি শিক্ষার্থীদের এ সন্মাননা পুরষ্কার তাদের শিক্ষায় অনুপ্রানিত ও উৎসাহ যোগাবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি’র ১৯ কৃতি শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি’র ১৯ জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, প্রধান শিক্ষক রেজাউল করিম, অভিভাবক মোহাম্মদ উল্লাহ, কৃতি শিক্ষার্থী শ্রবনী প্রামানিক, ফারজানা আফরোজ প্রিয়া, সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী সহ অভিভাবকগণ এবং এলাকার সুধীমন্ডলী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.