× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাড়িতে পৌঁছেছে পাইলট তৌকিরের লাশ

ডেস্ক রিপোর্ট।

২২ জুলাই ২০২৫, ১৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে।

পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ সেখানে প্রথম জানাজা শেষে সাগরের মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে উপশহরের বাড়িতে আনা হয়।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এদিকে সকাল থেকেই শুরু হয় পাইলট সাগরের কবর প্রস্তুতের কাজ। গোরস্তান মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.