মৌলভীবাজারে মাদ্রাসা ভবনের উপর দিয়ে ঝুকিপূর্ণ বিদ্যুৎ লাইনে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের হাজী ছনাওর মিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই মাদ্রাসা শিক্ষার্থী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজচৌকি গ্রামের বাচ্চুর মিয়ার ছেলে বলে জানা গেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি জেনেছি, তবে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মাদ্রাসার শিক্ষক আব্দুল হাফিজ জানান, ওই শিক্ষার্থী পস্রাব করা জন্য ছুটি নিয়ে দুপুর পৌনে ১২ টার দিকে বাথরুম যায়। এর কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থীর মাধ্যমে খবর পাই সে বিদ্যুৎের তাঁরে ঝুলছে। পরে ভবনের ছাদের উপর গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। তিনি জানান, একতলা ভবনটির ছাদের উপর দিয়েই পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন। যার কারণে এই দুর্ঘটনা।
এদিকে বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থী ইসমাইল মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য দুপুরের দিকে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আহমেদ ফয়সল জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।