ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) ফেনীতে শোক পালন করেছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর শহরের হযরত পাগলা মিয়া (রা:) তাকিয়া মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলসহ বিপুল সংখ্যক মুসল্লী এই মিলাদ ও দোয়ায় অংশ নেন।
এ দিকে একই সময়ে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নিহতদের রুহের মাগফিরাত ও দ্বগ্ধসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জেলা জামায়াতের আমীর মুফতী আবদুল হান্নান, মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল্লাহ, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সমাজসেবা সম্পাদক আবু ইউসুফ, শহর আমির নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলালসহ মুসল্লীরা এ দোয়া ও মোনাজাতে অংশ নেন।