× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিস্তা প্রকল্প বাস্তবায়নে পরিদর্শন ও মতবিনিময় করলেন চীনা দল

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২২ জুলাই ২০২৫, ২০:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং।

মঙ্গলবার(২২ জুলাই) দুপুরে রংপুর নগরীর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি সরেজমিনে তিস্তা নদীর পাড় পরিদর্শন যান। এসময় লক্ষিটারী ইউনিয়ন ও গঙ্গাচড়ায় অবস্থিত নদীভাঙন কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন তারা। সেখানে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখেন এবং মানুষের মুখে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। চীনা প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রীও বিতরণ করেন।

এদিকে বিএনপি নেতৃবৃন্দ জানান, “তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নই একমাত্র টেকসই সমাধান যা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিস্তাপাড়ের মানুষও প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন এবং চীন সরকারের এমন সরাসরি সম্পৃক্ততাকে স্বাগত জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.